শিরোনাম

আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ জিতিয়ে অবসর নিতে চান মার্তিনেজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা জিতিয়ে আর্জেন্টিনার ইতিহাসে অমূল্য অবদান রেখেছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। একসময় দলে সুযোগ না পেলেও বর্তমানে তিনি আর্জেন্টিনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অসাধারণ পারফরম্যান্সেই ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। মেসির শিরোপার ঝুলিতেও যোগ হয় নতুন অর্জন।

সম্প্রতি ৩২ বছরে পা দেওয়া মার্তিনেজের অবসর নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদিও অবসর নিয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি, তবে তিনি ২০২৬ সালের বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা বলেছেন।

ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের ইউটিউব চ্যানেল ‘এএফএ এস্তুদিও’তে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে মার্তিনেজ এবং তার কয়েকজন সতীর্থ—এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও লাওতারো মার্তিনেজ—সাম্প্রতিক বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করেন।

মার্তিনেজ বলেন, “টানা দুবার বিশ্বকাপ জিতেছে এমন কোনো দল কি আছে?” তিনি আরও যোগ করেন, “২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যদি আমি সেটা করতে পারি, তাহলে অবসর নেব। এ বিষয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি।”

কাতার বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত সময়ে ৩-৩ সমতায় থাকা অবস্থায় ফ্রান্সের কোলো মুয়ানির শট রুখে দিয়ে মার্তিনেজ ইতিহাস গড়েন। এ বিষয়ে তিনি বলেন, “আমি শপথ করে বলছি, ওই সেভের চেয়েও ভালো অনেক সেভ করেছি। তবে ওই মুহূর্তে মনে মনে বলেছিলাম, আমার মাথা উড়িয়ে দাও।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “আমি মুয়ানির সামনে আড়াআড়িভাবে দাঁড়াই। বল বাউন্স করার সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে সেভ করি। সাধারণত আমি হাত নিচেই রাখি।”

মার্তিনেজের এই কথাগুলো তার ভবিষ্যতের লক্ষ্য এবং আর্জেন্টিনার জন্য তার অবদানের গভীরতা প্রকাশ করে।

  • usharbani
  • আর্জেন্টিনা
  • ঊষারবাণী
  • মার্তিনেজ
  •