লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও, হঠাৎ রাজনীতি থেকে সরে যাওয়ায় সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ভক্তদের জন্য সুখবর হলো, মাশরাফী আবার মাঠে ফিরছেন, তবে বাংলাদেশে নয়, খেলবেন যুক্তরাষ্ট্রে।
গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) মাশরাফীকে সরাসরি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের টি-১০ মাস্টার্স লিগে ডেট্রইট ফ্যালকনস দলে নিয়েছে। আগামী মাসে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এই দলের মালিক বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সের মালিকদের সাথে সম্পর্কিত।
জাতীয় দলের আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহানও একই টুর্নামেন্টে দল পেয়েছেন। তিনি আটলান্টা রাইডার্সের হয়ে খেলবেন, যা বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন। বিপিএলের রংপুর রাইডার্সের সঙ্গে তার পূর্বের সম্পর্কের সূত্রেই তিনি যুক্তরাষ্ট্রে খেলবেন। মাশরাফীর দলে আরও আছেন সাবেক দুই ক্রিকেটার আবদুর রাজ্জাক ও সৈয়দ রাসেল।
উল্লেখ্য, মাশরাফী বিন মোর্ত্তজা আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ছাত্র আন্দোলন গণমানুষের আন্দোলনে রূপ নেওয়ার পেছনে সামাজিক মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জাতীয় দলের অনেক ক্রিকেটারই এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। কেউ কেউ সংঘাত বন্ধের আহ্বানও করেছিলেন। তবে, মাশরাফী সেই সময় নিশ্চুপ ছিলেন। পরে, সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে নিজের ব্যর্থতা স্বীকার করেন তিনি।