শিরোনাম

মুস্তাফিজের জন্মদিনে যে বার্তা দিলো চেন্নাই সুপার কিংস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মুস্তাফিজুরের জন্মদিনে চেন্নাই সুপার কিংসের শুভেচ্ছা: কাটারের জাদুকরের স্মরণ

আজ ৬ সেপ্টেম্বর, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের জন্মদিন। এমন বিশেষ দিনে তাকে স্মরণ করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছে দলটি।

সর্বশেষ আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ পান মুস্তাফিজুর। যদিও পুরো আসর খেলতে পারেননি, তবুও দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। চেন্নাইয়ের ফেসবুক পেজে মুস্তাফিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “কাটারের জাদু দেখিয়ে যাও।”

চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই মুস্তাফিজ দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হন। বেঙ্গালুরু র‍য়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিং ফিগার করেন তিনি। এরপর পাথিরানা দলে ফিরলেও মুস্তাফিজ নিজের জায়গা ধরে রাখেন এবং দলের আস্থার প্রতিদান দেন। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ছিলেন তিনি।

২০২৩ সালের ডিসেম্বর মাসে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। চেন্নাই সুপার কিংসই ছিল একমাত্র দল যারা মুস্তাফিজের জন্য বিড করেছিল, ফলে সেই ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে দলে ভেড়ায় ধোনির নেতৃত্বাধীন এই দল।

  • usharbani
  • আইপিএল
  • ঊষারবাণী
  • চেন্নাই সুপার কিংস
  • বাংলাদেশ ক্রিকেট
  • মুস্তাফিজ
  •   local-nogod-300-x-250