শিরোনাম

মায়ামি ছেড়ে শৈশবের ক্লাবে ফিরছেন মেসি!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

সৌদি ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে ইংলিশ ফুটবল গ্রেট ডেভিড বেকহ্যামের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মায়ামির হয়ে অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। তবে এর মধ্যেই গুঞ্জন উঠেছে, মেসি মায়ামি ছেড়ে চলে যেতে পারেন।

মেসির ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে, যা আড়াই বছরের। কিন্তু আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমকে মেসি জানিয়েছেন, মায়ামির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে তিনি এখনো আলোচনা করেননি এবং আর্জেন্টিনায় ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

মেসি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে। সেখান থেকেই তিনি নজরে আসেন এবং পরে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দেন। ক্যারিয়ারের শেষ দিকে তিনি আবার নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে মেসির যুক্তরাষ্ট্র ছাড়ার জল্পনার মধ্যে সংশয়ও রয়েছে, কারণ ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। মেসিকে মায়ামিতে আনার উদ্দেশ্যই ছিল যুক্তরাষ্ট্রে ফুটবলকে আরও জনপ্রিয় করা। মেসির যোগদানের পর মায়ামি ট্রফি জিতেছে এবং মেজর সকার লিগের দর্শক সংখ্যা বেড়েছে। স্পনসরদের আয়ও বেড়েছে। এমন পরিস্থিতিতে মেসি যদি যুক্তরাষ্ট্র ছেড়ে যান, তাহলে দেশটির ফুটবলের জন্য তা ক্ষতিকর হতে পারে। তাই, তার চুক্তি বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • মেসি
  •   local-nogod-300-x-250