শিরোনাম

শাস্তি হতে পারে মেসির, পেতে পারেন নিষেধাজ্ঞাও

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
ছবি : সংগৃহীত

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। শুরুতে এগিয়ে গেলেও ম্যাচটি ২-১ গোলে হেরে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই হারের দিনে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে মাঠেই প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার এই প্রতিক্রিয়ার ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ঘটনাটি ঘটে ম্যাচের ৩৩তম মিনিটে। প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন। এরপর ৪ মিনিটের মধ্যেই তিনি আবার মেসিকে ফাউল করেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর জোর দাবি জানালেও, ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো তা উপেক্ষা করেন।

এই সিদ্ধান্ত মেসিকে ক্ষুব্ধ করে তোলে। বিরতির সময় মাঠেই রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মেসি রেফারিকে সরাসরি কিছু কথা বলেন।

সেই সময় মেসি রেফারিকে বলেছেন, “তুমি কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।” এসবিএস স্পোর্টস তাদের এক্স অ্যাকাউন্টে এই কথোপকথনের ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। মেসির এমন আচরণের জন্য শাস্তি কিংবা নিষেধাজ্ঞা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে তিনি সরাসরি সমালোচনা এড়িয়ে বলেন, “অনেক কিছুই বলা যেতে পারে, তবে তা অজুহাত হিসেবে দেখাবে। তাই এসব নিয়ে কথা না বলাই ভালো। আমরা সবাই মাঠে কী ঘটেছে তা দেখেছি।”

  • usharbani
  • ঊষারবাণী
  • লিওনেল মেসি
  •