শিরোনাম

ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি, কাঠগড়ায় তুললেন স্কালোনি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি, কাঠগড়ায় তুললেন স্কালোনি

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত হতে হয়েছে। এ ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হতে দেখা গেছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। ম্যাচের পর সরাসরি কিছু না বললেও ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কোকে ইঙ্গিত করে হতাশা প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

ঘটনা ঘটে ম্যাচের ৩৩ মিনিটে, যখন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে একটি ফাউলের জন্য হলুদ কার্ড পান। এরপর মাত্র চার মিনিট পর মেসিকে ফাউল করেন আলদেরেতে, আরেকটি কার্ডের জন্য আর্জেন্টিনা আপত্তি জানালেও সেটি উপেক্ষা করেন রেফারি।

বিরতির সময় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেসি। মাঠেই রেফারির প্রতি অসন্তোষ দেখাতে দেখা যায় তাকে, যেখানে আঙুল তুলে মেসি তাকে কিছু বলতেও থাকেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে কোচ স্কালোনি বলেন, “আমি অনেক কিছুই বলতে পারি… তবে সেসব অজুহাত মনে হতে পারে। আমরা সবাই দেখেছি মাঠে কী ঘটেছে। ফলাফলের সঙ্গে এর সম্পর্ক নেই।”

স্কালোনি আরো বলেন, “আমি এসব ঘটনা থেকে শিখেছি। কোনোকিছু প্রমাণের জন্য এগুলো বলা অপ্রয়োজনীয়। এ ধরনের অজুহাত মানুষের কাছে অন্যরকম মনে হতে পারে, তাই এসব পেছনে ফেলা ভালো।”

ম্যাচের ৩৭ মিনিটে প্রতিআক্রমণের সময় মেসিকে বাজেভাবে ফাউল করা হলে আরও একটি কার্ড পাওয়ার দাবি ওঠে। তবে রেফারি সেটি না দেওয়ায় প্যারাগুয়ে ১১ জনেই খেলায় থাকে। এ কারণে বিরতির সময় নিকোলাস ওতামেন্দির সঙ্গে মিলে রেফারির প্রতি ক্ষোভ দেখান মেসি।

আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজও রেফারির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ইন্টার মিলানের এই তারকা বলেন, “আমি তাকে (দারোঙ্কো) বলেছি, আলদেরেতের মাঠে থাকা এবং গোল করাই উচিত হয়নি।”

উল্লেখ্য, ব্রাজিলিয়ান রেফারি দারোঙ্কো ২০১৪ সালে ফিফার তালিকাভুক্ত হন এবং ২০১৮ বিশ্বকাপের রেফারির তালিকায় ছিলেন। তবে কোপা লিবার্তদোরেসে এবং বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচে তার রেফারিং নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

  • usharbani
  • আর্জেন্টিনা
  • ঊষারবাণী
  • প্যারাগুয়ে
  •