ইনজুরি থেকে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নিজে করেছেন দুইটি গোল এবং একটি অ্যাসিস্ট করে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মায়ামিকে বড় জয় এনে দিয়েছেন তিনি।
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পুরো ম্যাচ খেলতে না পারা মেসি অ্যাঙ্কলের চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। অবশেষে মাঠে ফিরেই দলকে ৩-১ গোলে অসাধারণ এক জয় উপহার দেন তিনি।
ম্যাচের শুরুতে ফিলাডেলফিয়া দ্রুত গোল করে এগিয়ে যায়, মিকায়েল উরে ৩ মিনিটের মধ্যে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে পরাস্ত করেন। তবে আর্জেন্টাইন অধিনায়ক মেসি বেশিক্ষণ হতাশা স্থায়ী হতে দেননি। প্রথমার্ধের মাঝামাঝিতে মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুই গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান মেসি। ২৬ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে প্রথম গোল এবং ৩০ মিনিটে জর্দি আলবার সহায়তায় দ্বিতীয় গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধে মেসি আরও একবার জ্বলে ওঠেন। ম্যাচের অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে মেসির অ্যাসিস্টে সুয়ারেজ তৃতীয় গোলটি করেন, যা মায়ামির জয় নিশ্চিত করে।
এই জয়ের ফলে ইন্টার মায়ামি মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান আরও মজবুত করেছে। চলতি মৌসুমে ২৮ ম্যাচে ১৯ জয় এবং ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৬২, যা ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়ে সর্বোচ্চ।