শিরোনাম

মেসির গোলে হার এড়ালো মায়ামি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) কিছুতেই পুরনো ছন্দে ফিরতে পারছে না ইন্টার মায়ামি। লিওনেল মেসির অনুপস্থিতির কারণে মৌসুমের বেশ কয়েকটি ম্যাচে ভালো ফলাফল করতে পারেনি দলটি। তবে মেসি ফিরে আসার পর গোল করলেও মায়ামি জয় পায়নি। টানা তিনটি ম্যাচ ড্র করে সন্তুষ্ট থাকতে হলো টাটা মার্টিনোর দলকে। লিগের ইস্টার্ন কনফারেন্সের লড়াইয়ে এবার তারা শার্লট এফসির বিপক্ষে হোঁচট খেয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শার্লট এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে মায়ামি। মেসি দলটির হয়ে একমাত্র গোলটি করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। আক্রমণ, গোলের উদ্দেশ্যে শট এবং বলের দখলে মেসিদের আধিপত্য ছিল, তবে স্কোরবোর্ডে আবারও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

ম্যাচে ৬১ শতাংশ সময় বলের দখল ছিল মায়ামির হাতে। ২১টি শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে, কিন্তু কেবল একবারই জালের দেখা পায় তারা। ৬৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসি নিচু শটে গোল করেন।

আর্জেন্টাইন তারকা ম্যাচের ৮ম মিনিটে গোল করার সুযোগ পেলেও দূর্বল শটে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন। ১০ মিনিট পর শার্লট ভালো একটি সুযোগ পেলেও ব্রেনেড ব্রোনিকো তা কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে।

দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির শট সহজেই ঠেকিয়ে দেন শার্লটের গোলরক্ষক। ৫৭তম মিনিটে শার্লটকে ১-০ গোলে এগিয়ে দেন কারোল সুইডারস্কি। ৬৬তম মিনিটে মেসির শট গোলরক্ষক ঠেকালেও পরের মিনিটে তিনি ডি-বক্সের বাইরে থেকে আরেকটি শটে গোল করেন। এটি লিগে তার ১৬ ম্যাচে ১৫তম গোল।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলে ড্র হয়। এই ড্রয়ের পর ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মায়ামি। কলম্বাসের পয়েন্ট ৫৭ এবং সিনসিনাটি ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার কলম্বাসের মাঠে মায়ামি ড্র করতে পারলেই সাপোর্টার্স শিল্ড ট্রফি জয় করতে পারে।

  • usharbani
  • ঊষারবাণী
  • লিওনেল মেসি
  •   local-nogod-300-x-250