শিরোনাম

জাভিকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার মুলার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
জাভিকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার মুলার

দিনামো জাগরেবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়েছে বায়ার্ন মিউনিখ, এক ম্যাচে ৯টি গোল করে প্রথম দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে। ম্যাচে মোট ১১টি গোল হয়েছে, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলসংখ্যার রেকর্ড।

এই গোলবন্যার ম্যাচে সৃষ্টি হয়েছে একাধিক রেকর্ড। ইংলিশ তারকা হ্যারি কেইন যেমন নিজের কীর্তি গড়েছেন, তেমনি বায়ার্ন মিউনিখ ও জার্মানির তারকা থমাস মুলারও অর্জন করেছেন একটি অনন্য মাইলফলক।

ম্যাচের ৬৮তম মিনিটে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ৩৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লিগে ১৫২তম ম্যাচ খেলে এক বিরল কীর্তি স্থাপন করেন। এই রেকর্ডের মাধ্যমে তিনি বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার জাভিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হিসেবে নিজের নাম যুক্ত করেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • মুলার
  •   local-nogod-300-x-250