আইপিএলের চলতি মৌসুমের শুরুতে মেগা নিলামে অংশ নিয়েও কোনো দল পাননি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্টের মাঝপথে অবশেষে দলে জায়গা করে নিলেন তিনি।
৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে স্কোয়াডে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। চলমান আসরে অস্থায়ী বিকল্প হিসেবে তাকে অন্তর্ভুক্ত করেছে দলটি। আইপিএলের নিয়ম অনুযায়ী, এই মৌসুম শেষে তাকে ধরে রাখার সুযোগ থাকবে না দিল্লির। অর্থাৎ, মুস্তাফিজ কেবলমাত্র বাকি ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন।
দলের অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক বাকি টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়, তার জায়গায় মুস্তাফিজকে নিয়েছে দিল্লি। নিরাপত্তাজনিত কারণে ভারতে ফেরার আগ্রহ দেখাননি ম্যাকগার্ক।
আইপিএলে এর আগেও বেশ কয়েকটি দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। সাতটি মৌসুমে অংশ নেওয়া এই বাঁহাতি পেসার সর্বশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন, যেখানে ৯ ম্যাচে নেন ১৪ উইকেট।
মুস্তাফিজের আইপিএল যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সে মৌসুমে মাত্র ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ হন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়—এখনও পর্যন্ত একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে যিনি এই পুরস্কার জিতেছেন।
আগামী ১৭ মে থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে টুর্নামেন্ট এক সপ্তাহের বেশি সময় বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় আবার শুরু হচ্ছে খেলা।