প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর, ফোনে অধিনায়ক নাজমুল হোসেন ও তার দলকে অভিনন্দন জানিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সে সময়ই জানানো হয়েছিল যে, দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ক্রিকেটারদের সঙ্গে এ বৈঠক শুরু হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
বিসিবি সূত্রের বরাতে জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গত ৩ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূস ফোন করে নাজমুল হোসেনকে বলেন, “আমার এবং সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।” রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দাঁড়িয়ে নাজমুল এই কথোপকথন করেন প্রধান উপদেষ্টার সঙ্গে।
বাংলাদেশের টেস্ট রেকর্ড বিশেষ করে বিদেশের মাটিতে খুব ভালো নয়। তবে এবার পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে ঐতিহাসিকভাবে ২-০ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ সেই পরিসংখ্যান বদলে দিল।