শিরোনাম

সান্তোসের জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে
ছবি : সংগৃহীত

ভিলা বেলমিরা স্টেডিয়ামে সান্তোস ও বোতাফোগো এফসির ম্যাচ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। কারণ একটাই— দীর্ঘ ১২ বছর পর নিজ ক্লাবে ফিরেছেন নেইমার। তবে ম্যাচের শুরুতে তাকে একাদশে রাখা হয়নি, আর তার দলও জয় তুলে নিতে পারেনি।

দীর্ঘ এক যুগ ইউরোপ ও এশিয়ার ফুটবল মাতিয়ে আবারও ব্রাজিলের মাটিতে পা রেখেছেন নেইমার। বুধবার (৫ ফেব্রুয়ারি), নিজের ৩৩তম জন্মদিনে সান্তোসের জার্সি গায়ে মাঠে নামেন তিনি। যখন তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন, তখন সান্তোস ১-০ গোলে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ একটি গোল পরিশোধ করলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

সান্তোসের হয়ে ইউরোপ যাত্রার আগে নেইমার ছয়টি শিরোপা জিতেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ২০১১ সালের কোপা লিবার্তাদোরেস শিরোপা। সে সময় তাকে বিশ্বের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে বিবেচনা করা হতো। ২০১৩ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন, এরপর ২০১৭ সালে ফুটবল ইতিহাসের অন্যতম ব্যয়বহুল চুক্তিতে ২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে পিএসজিতে চলে যান।

২০২৩ সালের গ্রীষ্মে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন। তবে ইনজুরির কারণে সেখানে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন এবং বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয় তাকে।

এবার ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তিনি আবারও ব্রাজিলে ফিরেছেন। বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করতে হলে তাকে মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। এখন দেখার বিষয়, তিনি সান্তোসে ফিরে নিজের পুরনো ফর্মে ফিরতে পারেন কি না।