শিরোনাম

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ নাইম শেখ। এক সময় নিয়মিত মুখ হলেও ব্যাটিং ফর্মের অবনতি তাকে দল থেকে ছিটকে দেয়। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলেন তিনি। তবে সাম্প্রতিক বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক রান করার সুবাদে নির্বাচকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন নাইম, ফলে ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে, তাতে সবচেয়ে বড় চমক হিসেবেই দেখা যাচ্ছে নাইম শেখের নাম। দলের বাকিরা সবাই অভিজ্ঞ এবং আগের মতোই পরিচিত মুখ।

**বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড (শ্রীলঙ্কা সিরিজ):**
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।