আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সুপার সানডের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ক্রিকেটের এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। চলতি আসরে এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, খুশদিল শাহ, সালমান আলী আগা, আবরার আহমেদ, ইমাম-উল-হক, হারিস রউফ, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
উল্লেখ্য, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হওয়ায় পাকিস্তানের জন্য এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ভারত যদি পাকিস্তানকে হারাতে পারে, তবে তারা সেমিফাইনাল নিশ্চিত করবে। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে, যেখানে পাকিস্তান বড় ব্যবধানে ভারতকে পরাজিত করে শিরোপা জিতেছিল।