শিরোনাম

সিটিকে বিদায়ের দুয়ারে ঠেলে পিএসজির অবিশ্বাস্য জয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

ম্যাচটি যেন ছিল একটি ‘ফাইনাল’। ম্যাচের আগেই পেপ গার্দিওলা এই লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেছিলেন। তবে সেই ‘ফাইনালে’ তার দল ম্যানচেস্টার সিটিকে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে পিএসজি। ২-০ গোলে এগিয়ে থাকার পরেও সিটি ৪-২ ব্যবধানে হেরে যায়। দ্বিতীয়ার্ধে পিএসজি রচনা করে এক দারুণ প্রত্যাবর্তনের গল্প এবং চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে জায়গা করে নেওয়ার কক্ষপথে এগিয়ে যায়। অন্যদিকে, লিগ পর্বের শীর্ষ ২৪ থেকে ছিটকে গিয়ে বিদায়ের শঙ্কায় পড়েছে ম্যানচেস্টার সিটি।

এই ম্যাচটি ছিল পেপ গার্দিওলা এবং পিএসজি কোচ লুইস এনরিকের জন্য বিশেষ। কারণ, এই দুই কোচ একসময় বার্সেলোনার সতীর্থ ছিলেন। ডাগআউটে এই দুই কোচ দশ বছর আগে একবার মুখোমুখি হয়েছিলেন। সেই দ্বৈরথে গার্দিওলার বায়ার্ন মিউনিখকে হারিয়ে জিতেছিলেন এনরিকে। এবারও তার সেই জয়ধারা অব্যাহত রইল।

প্রথমার্ধে পিএসজি মাঠে আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি। আশরাফ হাকিমির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার সিটি খেলার চেহারা বদলে দেয়। বদলি হিসেবে নামা জ্যাক গ্রিলিশ দ্রুতই একটি গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৫৩ মিনিটে আর্লিং হালান্ডের করা গোলটি সিটির জয় প্রায় নিশ্চিত করে দেয় বলে মনে হচ্ছিল।

তবে চলতি মৌসুমে সিটির পারফরম্যান্স বিবেচনায় তাদের লিড হারানোর সম্ভাবনা অস্বাভাবিক কিছু ছিল না। কারণ, এই মৌসুমে সিটি একাধিকবার এগিয়ে থেকেও পয়েন্ট হারিয়েছে। এক সপ্তাহ আগেই প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও তারা ২-২ গোলে ড্র করেছিল।

বুধবার রাতে পার্ক দেস প্রিন্সেসেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পিএসজি দুই গোলে পিছিয়ে পড়ার মাত্র তিন মিনিটের মাথায় উসমান দেম্বেলে একটি গোল করেন। এরপর ৬০ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোল পিএসজিকে সমতায় ফিরিয়ে আনে। প্রথমার্ধে যেখানে গোলের জন্য দুই দলই লড়াই করেছিল, সেখানে দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটেই চারটি গোলের দেখা মেলে। বিশেষত, এই চারটি গোলের মধ্যে তিনটি হয়েছে মাত্র ১০ মিনিটের ব্যবধানে।

পিএসজি এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং তাদের প্রচেষ্টা সফল হয় ৭৮ মিনিটে। জোয়াও নাভাসের গোল পিএসজিকে এগিয়ে দেয়। ম্যাচের শেষ মুহূর্তে গনসালো রামোস আরেকটি গোল করে স্কোরলাইন ৪-২ করে সিটির জন্য হতাশার রাত নিশ্চিত করেন।

এই হার ম্যানচেস্টার সিটির জন্য চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্লে-অফ পর্বে জায়গা করে নেওয়াকে আরও কঠিন করে তুলেছে। টেবিলের ২৫ নম্বরে থাকা সিটির সামনে এখন একটাই পথ খোলা—শেষ ম্যাচে ক্লাব ব্রুগাকে হারানো। যদি তারা সেটা করতে না পারে, তবে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এটি হবে তাদের শেষ ম্যাচ।