আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর একাদশ আসর। এর আগে আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বিকাল ৩:৩০টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহ আলী খান এবং তার দল গান পরিবেশন করবেন।
এছাড়া, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং অ্যাভোয়েড রাফা তাদের গান পরিবেশন করবে। বাংলাদেশি শিল্পীদের মধ্যে আসিফ আকবর, মুজা, জেফার রহমান, সঞ্জয় এবং হান্নানও পারফর্ম করবেন এই অনুষ্ঠানে।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবার ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে। ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এসব অনুষ্ঠান।
বিপিএল আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে সহযোগিতা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণ্যের উৎসব ২০২৫’ সম্মিলিতভাবে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল আগে থেকেই। গত ১ ডিসেম্বর তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছিল। এর আগেও, শহীদদের স্মরণে ‘জুলাই-অনির্বাণ’ নামের একটি প্রমাণ্য চিত্র প্রদর্শিত হয়েছিল।