শিরোনাম

ঢাকা মেট্রোকে উড়িয়ে শিরোপা রংপুরের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

৬৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর বিভাগ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ১৮ রানেই তারা হারায় ৪টি উইকেট। সিলেটে অনুষ্ঠিত এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে উত্তেজনার আবহ তৈরি হয়। তবে ঢাকার বোলারদের প্রাণপণ প্রচেষ্টা সত্ত্বেও রংপুর সহজেই জয় নিশ্চিত করে। এই জয়ের মাধ্যমে রংপুর বিভাগ প্রথমবারের মতো আয়োজিত এনসিএল টি-টোয়েন্টির শিরোপা নিজেদের করে নেয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।

টসে হেরে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়। জবাবে রংপুর ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়।

ছোট লক্ষ্য হলেও জয় সহজ ছিল না রংপুরের জন্য। মন্থর শুরু করার পর আলিস আল ইসলামের ওভারে আব্দুল্লাহ আল মামুন (২) আউট হন। একই ওভারে নাঈম ইসলামও বিদায় নেন। স্কোর তখন ১৪।

এরপর আবু হায়দার রনির ওভারে রংপুর জোড়া ধাক্কা খায়। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ১৮ বলে ৯ রান করে এলবিডব্লিউ হন এবং অধিনায়ক আকবর আলী রানআউট হয়ে রানের খাতা না খুলেই ফেরেন। রংপুর তখন ৪ উইকেটে ১৮ রানে অবস্থান করছিল।

তানবীর হায়দার ও আরিফুল হকের ২৪ রানের পঞ্চম উইকেট জুটি রংপুরকে ম্যাচে ফেরায়। তবে আরিফুল ১১ বলে ১৪ রান করে রাকিবুলের শিকারে পরিণত হলে ম্যাচে আবার উত্তেজনা তৈরি হয়। তখন রংপুরের দরকার ছিল ২১ রান, হাতে ছিল ৫ উইকেট।

ষষ্ঠ উইকেটে তানবীরকে সঙ্গে নিয়ে এনামুল হক আনাম বাকি কাজ নির্বিঘ্নে শেষ করেন। আনাম ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন, তানবীর অপরাজিত থাকেন ২০ বলে ৮ রান করে। রংপুর ৫২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।