এবারের বিপিএলে ঢাকার পর সিলেটেও রানবন্যার ম্যাচ দেখেছে দর্শকরা। সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে মোট ৪১৫ রান হয়েছে, যেখানে শেষ হাসি হাসে রংপুর।
লাক্কাতুরায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে সিলেট ২০৫ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে অ্যালেক্স হেলস এবং সাইফ হাসানের তান্ডবে রংপুর ৮ উইকেট ও ৬ বল হাতে রেখে জয় লাভ করে। হেলস ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন। এবারের বিপিএলে এটি ছিল রংপুরের টানা চতুর্থ জয়, আর সিলেট তাদের দুটি ম্যাচেই পরাজিত হয়েছে।
সিলেটের দেয়া ২০৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে রংপুর প্রথমে আজিজুল হাকিমকে হারিয়ে চাপে পড়ে। তানজিম সাকিবের বলে শূন্য রানে আউট হয়ে তিনি ফিরে যান। এরপর অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান দলকে এগিয়ে নেন।
হেলস ও সাইফ মিলে সিলেটের বোলারদের উপর তাণ্ডব চালান। একমাত্র তানজিম সাকিব ছাড়া অন্যান্য বোলাররা প্রতি ওভারে ১০ এর বেশি রান দিয়েছেন। হেলস ও সাইফ একের পর এক ছক্কা ও চার মারতে থাকেন এবং ১৮৬ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন। সাকিবের বলেই সাইফ ৪৯ বলে ৮০ রান করে আউট হন, তবে তখন রংপুর জয় থেকে খুব কাছে চলে এসেছিল।
শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন করেন হেলস। ৫৬ বলে ১০টি চার এবং ৭টি ছক্কা মেরে তিনি ১১৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। ইফতিখার ৪ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। সিলেটের পেসার তানজিম সাকিব ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নেন।
এর আগে রনি তালুকদার এবং জাকের আলীর ব্যাটে ২০৫ রানের একটি বড় পুঁজি সংগ্রহ করে সিলেট। তবে হেলস ও সাইফের ব্যাটিং দেখে রানটি রংপুরের কাছে খুবই ছোট মনে হয়।