শিরোনাম

ঢাকাকে হারিয়ে রংপুরের পাঁচে পাঁচ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ছবি : সংগৃহীত

রংপুর রাইডার্স বিপিএলে তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখে পঞ্চম ম্যাচেও জয় তুলে নিয়েছে, যেখানে ঢাকা ক্যাপিটালস টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখেছে। উত্তরের ফ্র্যাঞ্চাইজি দলটি মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটের লাক্কাতুরা স্টেডিয়ামে ৭ উইকেট ও ৪০ বল হাতে রেখে ঢাকাকে পরাজিত করে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়। রংপুর রাইডার্স সহজেই লক্ষ্য তাড়া করে নেয়।

১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে রংপুরের শুরুটা মোটামুটি হলেও ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায়। তরুণ ব্যাটার আজিজুল হাকিম তামিম ১৪ বলে মাত্র ৫ রান করে মোস্তাফিজের শিকার হন। তবে ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের দারুণ ব্যাটিংয়ে রংপুর দ্রুত রান তুলতে থাকে। ৪ চার ও ৩ ছয়ে ৪৪ রান করে হেলস অর্ধশতকের কাছাকাছি পৌঁছালেও মোসাদ্দেক হোসেনের বলে আউট হন।

সাইফ হাসানও ১৫ বলে ১৩ রান করে আউট হন। এরপর পাকিস্তানি দুই ব্যাটার ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ দলকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ইফতিখার ১২ বলে ৯ রান করেন, আর খুশদিল ১৩ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৭ রান করেন।

ঢাকার বোলিংয়ে মোস্তাফিজ, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট শিকার করেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকার ব্যাটাররা দারুণ সংগ্রাম করছিলেন। তানজিদ তামিম ২০, জেসন রয় ১৮, আলাউদ্দিন বাবু ১৬, হাবিবুর ১৪ এবং মোসাদ্দেক ১২ রান করেন।

রংপুরের বোলিং আক্রমণে নাহিদ রানা ৩ উইকেট শিকার করেন। আকিফ জাভেদ এবং খুশদিল শাহ নেন ২টি করে উইকেট।

রংপুরের এই জয়ের মাধ্যমে দলটি তাদের জয়রথ অব্যাহত রাখলো, আর ঢাকার টানা পরাজয়ের গ্লানি আরও দীর্ঘ হলো।