শিরোনাম

সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকালো রিয়াল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগার একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়াকে ৪-২ ব্যবধানে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ফেদে ভালভার্দে, রদ্রিগো গোয়েস এবং ব্রাহিম দিয়াজ।

রোববার (২২ ডিসেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের ১৮তম লিগ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই একাদশ সাজান রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। তবে কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগো গোয়েসের অসাধারণ পারফরম্যান্সে ভিনিসিয়াসের অভাব তেমন অনুভূত হয়নি।

ম্যাচের ১০ মিনিটেই রিয়াল প্রথম গোল করে এগিয়ে যায়। রদ্রিগোর পাস ধরে বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে গোল করেন এমবাপ্পে। ২০ মিনিটে এমবাপ্পের সহায়তায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভার্দে। এরপর ৩৪ মিনিটে লুকাস ভাসকেসের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রদ্রিগো, যা রিয়ালকে ৩-০ গোলে এগিয়ে দেয়। তবে এর এক মিনিট পরই সেভিয়া একটি গোল শোধ করে। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে রিয়ালের লিডে।

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক খেলে। তবে ম্যাচের ৫৩ মিনিটে মরক্কোর রাইট উইঙ্গার ব্রাহিম দিয়াজ রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন। শেষ মুহূর্তে সেভিয়া আরও একটি গোল করলেও তা শুধু ব্যবধান কমায়।

মৌসুমের ১৮ ম্যাচে রিয়ালের সংগ্রহ ১২ জয় ও ৪ ড্রয়ে মোট ৪০ পয়েন্ট। তবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা।