শিরোনাম

দল পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : রিশাদ হোসেন

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। আসন্ন বিগ ব্যাশের জন্য নিলাম থেকে তাকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে শেষ পর্যন্ত তার বিগ ব্যাশে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না।

রিশাদের বিগ ব্যাশে অংশগ্রহণের ক্ষেত্রে শুরু থেকেই বিপিএলের সূচি একটি বড় বাধা ছিল। এর পাশাপাশি জাতীয় দলের ব্যস্ততাও বেড়ে যাওয়ায় বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। যদিও নিলামের পর তাকে নিয়ে সংশয় দূর হয়েছিল এবং জানানো হয়েছিল যে ২১ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিগ ব্যাশে খেলার জন্য রিশাদকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। ওই সময়ে তিনি হোবার্ট হারিকেন্সের হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পেতেন।

তবে হোবার্ট হারিকেন্স এক বিবৃতিতে জানিয়েছে, রিশাদের জায়গায় তারা আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে ভিড়িয়েছে। ফলে বিগ ব্যাশে রিশাদের খেলার সম্ভাবনা আপাতত শেষ হয়ে গেছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • রিশাদ হোসেন
  •