টি-টোয়েন্টি ক্যারিয়ার থেকে অবসর নেয়ার ঘোষণা দিতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান সিরিজটি হতে পারে তার শেষ টি-টোয়েন্টি সিরিজ। দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টির আগে আজকের সংবাদ সম্মেলনে তিনি টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
মাহমুদউল্লাহর এই অবসরের সিদ্ধান্ত আরও আগে থেকেই নেয়া ছিল। তিনি এ সিদ্ধান্ত বিসিবির শীর্ষ পর্যায়ে জানালে, তারা সেটিকে স্বাগত জানিয়েছে।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি অভিষেক হয়। এরপর থেকে বাংলাদেশের হয়ে তিনি সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে প্রায় ২৩ গড়ে রান করেছেন ২ হাজার ৩৯৫। বল হাতে নিয়েছেন ৪০টি উইকেট।
২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে তিনি ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তার অধীনে বাংলাদেশ ১৬টি ম্যাচ জিতেছে। মাহমুদউল্লাহ একবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।