আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উয়েফা নেশন্স লিগ। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। দলে আছেন তিন নতুন মুখ, সঙ্গে আছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোও।
সদ্য সমাপ্ত উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রেকর্ড ষষ্ঠবার খেলতে নেমে সমর্থকদের হতাশ করেন রোনালদো। পুরো টুর্নামেন্টে ৩৯ বছর বয়সী এই ফুটবলার ছিলেন নিষ্প্রভ, এবং একটিও গোল করতে পারেননি। ২০০৪ ইউরোতে অভিষেকের ২০ বছর পর এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে গোলবঞ্চিত থাকলেন সিআর সেভেন।
ইউরোর এই হতাশাজনক পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েন রোনালদো। অনেকেই মত দেন, তার জাতীয় দল থেকে অবসর নেওয়া উচিত। তবে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানান, এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন।
কোচ মার্তিনেজ রোনালদোর ওপর আস্থা রেখেছেন এবং নেশন্স লিগের দলে তাকে অন্তর্ভুক্ত করেছেন। সঙ্গে যুক্ত করেছেন তিন নতুন মুখ: ১৭ বছর বয়সী স্পোর্টিং লিসবনের উইঙ্গার জিওভানি কুয়েন্দা, চেলসির ডিফেন্ডার রেনাতো ভেইগা, এবং লিলের ডিফেন্ডার থিয়াগো সান্তোস।
নেশন্স লিগের জন্য পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: দিয়াগো কস্তা, হোসে সা, রুই সিলভা।
ডিফেন্ডার: রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, থিয়াগো সান্তোস, দিয়োগো দালত, নুনো মেন্দেস, নেলসন সেমেদো।
মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রুবেন নেভেস।
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, পেদ্রো গনকালভেস, রাফায়েল লিয়াও, জিওভানি কুয়েন্দা, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়াগো জোতা।
উল্লেখ্য, পর্তুগাল নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর, যেখানে তারা স্কটল্যান্ডের মোকাবিলা করবে। দুটি ম্যাচই পর্তুগাল খেলবে ঘরের মাঠ লিসবনের বেনফিকা স্টেডিয়ামে।