শিরোনাম

উয়েফা থেকে বিশেষ পুরস্কার পেলেন রোনালদো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

উয়েফা থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৪০ গোল করার অনন্য কীর্তির জন্য পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশেষভাবে সম্মানিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) মোনাকোতে অনুষ্ঠিত এক গালা অনুষ্ঠানে উয়েফা প্রেসিডেন্ট আলেকজেন্ডার সেফেরিনের উপস্থিতিতে এই পুরস্কার গ্রহণ করেন সিআর সেভেন। তিনি দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসি থেকে ১১ গোল এবং তৃতীয় স্থানে থাকা রবার্ট লেভানডোভস্কি থেকে ৪৬ গোল এগিয়ে রয়েছেন। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার এবং রিয়াল মাদ্রিদের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন। এছাড়াও, তিনি একমাত্র ফুটবলার হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেছেন।

বর্তমানে ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড সৌদি আরবের লিগে আল নাসরের হয়ে খেলছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪-২৫ মৌসুমের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কারটি তুলে দেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজেন্ডার সেফেরিন।

পুরস্কার গ্রহণের পর রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “এখানে আসাটা সবসময় আনন্দের। উয়েফাকে ধন্যবাদ জানাতে চাই এই অসাধারণ সম্মাননার জন্য। চ্যাম্পিয়ন্স লিগ বিশ্বের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয় সবসময় বিশেষ ছিল, এবং রিয়াল মাদ্রিদে চারটি শিরোপা জেতার অভিজ্ঞতাও আলাদা। ২০১৮ সালে যখন আমি মনে করেছিলাম আমি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়, তখন শিরোপা জেতার ব্যাপারে একটা চাপ ছিল। অসংখ্য ধন্যবাদ এই পুরস্কারের জন্য।”

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো ১৮ বছরের ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে ১৮৩ ম্যাচে ১৪০ গোল এবং রেকর্ড ৪৮টি অ্যাসিস্ট করেছেন।

  • usharbani
  • উয়েফা
  • ক্রিস্টিয়ানো রোনালদো
  • পুরস্কার
  •