ফাইনালের চাপ জয় করে দুর্দান্ত পারফর্ম করেছে হাম্বানটোটা বাংলা টাইগার্স। প্রথমে ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে এবং পরে বোলারদের অসাধারণ পারফরম্যান্সে লঙ্কা টি-টেনের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালে জাফনা টাইটানসকে ২৬ রানে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে টাইগার্স।
পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মোহাম্মদ শাহজাদ। তার ১১ বলে ঝোড়ো ইনিংসেই টাইগার্স পায় শক্তিশালী শুরু।
অপর ওপেনার কুশল পেরেরা ৬ বলে ৯ রান করে আউট হলেও তাদের উদ্বোধনী জুটি ৩৫ রান যোগ করে। মিডল অর্ডারে সাব্বির রহমান ৮ বলে ১৬ রান করেন, যার মধ্যে ছিল ২টি ছক্কা। দাসুন শানাকা ১০ বলে ২১ এবং শেভন ড্যানিয়েল ১৫ বলে ২৬ রান করেন।
ইনিংসের শেষ দিকে কেনার লুইস (৪ বলে ১০) ও শাহান আচার্জি (২ বলে ১০) আরও কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করেন।
১৩৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় জাফনা টাইটানস। ওপেনিং জুটিতে মাত্র ৫ বলে ১০ রান করার পর ক্যাডমোর আউট হয়ে সাজঘরে ফেরেন। পরে ব্যর্থ হন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কাও। ফলে ২৮ রানেই ৩ উইকেট হারায় টাইটানস।
মিডল অর্ডার ব্যাটাররাও সুবিধা করতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যায় টাইটানস। তবে ব্যতিক্রম ছিলেন টম অ্যাবেল। তিনি একাই লড়াই করে ২৭ বলে অপরাজিত ৫৪ রান করেন। তার ইনিংস জয়ের জন্য যথেষ্ট না হলেও হারের ব্যবধান কমাতে সাহায্য করে। শেষ পর্যন্ত টাইটানস ৬ উইকেট হারিয়ে ১০৭ রানে থেমে যায়।
বোলিং বিভাগে টাইগার্সের দুর্দান্ত পারফরম্যান্সই জয়ের মূল ভিত্তি। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখে তারা। টম অ্যাবেলের লড়াই সত্ত্বেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় সহজেই জয়ের দেখা পায় টাইগার্স।
লঙ্কা টি-টেনের প্রথম আসরেই দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতে নিয়েছে বাংলা টাইগার্স। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে তাদের সম্মিলিত প্রচেষ্টাই তাদের ট্রফি জয়ের পথে এগিয়ে নিয়ে যায়।