সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে ইতোমধ্যেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল তার শেষ ম্যাচ।
এছাড়া, সাদা পোশাকেও (টেস্ট ক্রিকেট) বিদায় জানাতে যাচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। দেশে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে এবং নিরাপত্তা নিশ্চিত হলে তিনি ঢাকায় ফিরবেন। দেশে ফিরে আগামী মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব।
বর্তমানে সাকিব বাংলাদেশ দলের সঙ্গে ভারত সফরে আছেন, যেখানে দলটি কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব এই অবসরের ঘোষণা দেন।
তবে ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন সাকিব। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেবেন বলে জানিয়েছেন তিনি।