আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের জন্য এখন আর মাত্র একটি ফরম্যাটের সুযোগ খোলা রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার পরও তিনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলছেন। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই অনিশ্চয়তা আরও জোরালো হয়েছে। এবার সাকিব সাবেক ক্রিকেটারদের লিগে অংশগ্রহণের জন্য নাম লিখিয়েছেন।
বাংলাদেশের সাবেক অধিনায়ক লিজেন্ডস ক্রিকেট ট্রফির (এলসিটি) দল দুবাই জায়ান্টসে যোগ দিয়েছেন। তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সাকিবের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই দলে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরাও রয়েছেন। এলসিটির পূর্ববর্তী আসরে দুবাই জায়ান্টস চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার দলটিতে হরভজন সিং ও স্যামুয়েল বদ্রির মতো প্রাক্তন তারকারাও খেলেছেন।
বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে সংশয় নতুন কিছু নয়। গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তার বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন আন্দোলনের কারণে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছাও পূরণ হয়নি। সেই ধারাবাহিকতায় এবারের বিপিএলেও তার খেলা প্রায় অনিশ্চিত।
এবারের বিপিএলে সাকিবকে দলে ভিড়িয়েছিল চিটাগাং কিংস। তাকে না পাওয়া দলটির জন্য বড় ধাক্কা হবে। এ ছাড়া আরও দুজন বিদেশি ক্রিকেটারকেও না পাওয়ার শঙ্কা রয়েছে। শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পুরো টুর্নামেন্টে পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরি, কারণ শ্রীলঙ্কা বোর্ড তাকে ছাড়পত্র দেয়নি। তাছাড়া ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলির খেলাও অনিশ্চিত, কারণ তিনি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-২০-তে অংশ নেবেন।