শিরোনাম

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস সাকিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস সাকিব

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের সঙ্গে বোলিং করলেও ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে সাকিব আল হাসানকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট কর্তৃপক্ষ সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে, এবং ভবিষ্যতে কাউন্টি খেলতে হলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করে। সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সাকিব, ফলে তার কাউন্টি লিগে অংশগ্রহণে আর কোনো বাধা নেই।

চলতি মাসের শুরুতে সাকিব ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। সেখানে বিশেষজ্ঞদের সামনে তিনি চার ওভার বোলিং করেন, মোট ২৪টি ডেলিভারি প্রদান করেন। পরীক্ষা শেষে বিশেষজ্ঞরা তার অ্যাকশনে কোনো ত্রুটি পাননি। ফলে সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কাউন্টি কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বরে প্রায় ১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অংশ নেন সাকিব। সারের হয়ে সমারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন। তবে ওই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

পরবর্তীতে লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষা পাস করতে হবে সাকিবকে। সেই শর্ত অনুযায়ী পরীক্ষা দিয়ে তিনি সফল হয়েছেন এবং এখন কাউন্টি লিগে অংশগ্রহণের জন্য পূর্ণ অনুমতি পেয়েছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • সাকিব আল হাসান
  •