শিরোনাম

সাকিবের পর লিজেন্ড নাইন্টিতে নাম লেখালেন তামিম ইকবাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দল থেকে অবসর নেওয়া সত্ত্বেও ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেননি সাকিব আল হাসান। তবে তার জাতীয় দলের ক্যারিয়ার শেষ হওয়া খুব একটা অস্বাভাবিক মনে হয় না। সাকিব, যিনি বর্তমানে বিদেশে থাকলেও বোলিং নিষেধাজ্ঞায় রয়েছেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। অন্যদিকে, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন, কিন্তু ঘরোয়া লিগে খেলছেন, যার মধ্যে বিপিএলও রয়েছে। এবার, সাকিবের সঙ্গে একই ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন তামিম ইকবাল।

তামিম ইকবাল সাবেক ক্রিকেটারদের জন্য আয়োজিত লিজেন্ড নাইন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন, যেখানে সাকিব আল হাসানও অংশগ্রহণ করবেন। তবে তারা খেলবেন ভিন্ন ভিন্ন দল থেকে। তামিমকে দলে নিয়েছে বিগ বয়েজ স্কোয়াড, আর সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। তামিম নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিজেন্ড নাইন্টির পেজ থেকে তামিম বলেন, ‘রোমাঞ্চিত হয়ে জানাচ্ছি, লিজেন্ড নাইন্টিতে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি রায়পুরে খেলতে দেখুন। এটি সত্যিই একটি লিজেন্ডারি অভিজ্ঞতা হতে যাচ্ছে, দেখা হবে।’

এই লিগে তামিমের সঙ্গে খেলবেন ক্রিকেটের বড় বড় তারকা যেমন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারন এবং আরও অনেকে।

২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলার পর তামিম আর আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেননি। কিছুদিন আগে তিনি তার অবসরের ঘোষণা দেন।