শিরোনাম

সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান শান্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল, তবে সাকিব আল হাসান দলের সঙ্গে ফিরে আসেননি। করাচি থেকে তিনি লন্ডনগামী ফ্লাইট ধরেছেন, যেখানে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন।

সাকিব পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছেন, যদিও তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি হওয়ার কারণে তার খেলা নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। তবুও, তিনি নিজের খারাপ সময়ে সতীর্থদের পূর্ণ সমর্থন পাচ্ছেন।

দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিবকে নিয়ে মন্তব্য করেছেন। শান্ত বলেন, সাকিব ভাইয়ের ব্যাপারটি বিশেষ। তবে প্রত্যেক খেলোয়াড় তার পাশে রয়েছে। সাকিব ভাই খেলায় কতটা নিবেদিত তা সবাই জানে। যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হবে, যদি এ নিয়ে কথা ওঠে, আমি বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250