অনেকদিন ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটে নাজমুল হোসেন শান্তর ব্যাটে রান নেই। তার সর্বশেষ ফিফটি করা হয়েছিল প্রায় এক বছর আগে। আর এবার এই ফরম্যাটের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছর ৬ মার্চ শ্রীলংকার বিপক্ষে শান্ত শেষ ফিফটি করেছিলেন। এরপর ১৯ ইনিংস খেলে ফিফটি পাননি, আর কিছু ইনিংসে চল্লিশোর্ধ্ব রানও করেছেন হাতে গোণা। এই বাজে ফর্মের কারণে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তার বাজে ফর্ম অন্য দুই ফরম্যাটেও চলছিল। কিছু সময় আগে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কিন্তু এবার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, “শান্ত অবশেষে বলেছে, সে আর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করতে চায় না। আমরাও এটি মেনে নিয়েছি। তবে আপাতত আমাদের টি-টোয়েন্টি খেলা নেই, তাই নতুন অধিনায়ক নির্বাচন করা হয়নি। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে।”
অন্য দুই ফরম্যাটে শান্ত অধিনায়ক হিসেবে বহাল থাকবেন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা চলছে।
লিটন দাস ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর জানিয়েছেন, তিনি দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব করতে প্রস্তুত। মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদও অধিনায়ক হওয়ার জন্য আলোচনায় ছিলেন, তবে তাসকিনের চোট সমস্যা এবং মিরাজের টি-টোয়েন্টি দলে স্থিতিশীলতা না থাকার কারণে তাকে অধিনায়ক করার ভাবনা তেমন জোরালো হয়নি। তাই, কোনো অঘটন না ঘটলে আগামী জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে লিটন দাসই মাঠে নামবেন।