শিরোনাম

নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন সাউদি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন টিম সাউদি। শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্টে ৬৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৫৪ রানের ব্যবধানে পরাজিত হয় নিউজিল্যান্ড।

টিম সাউদি ২০২২ সালে কেইন উইলিয়ামসনের কাছ থেকে টেস্ট দলের অধিনায়কত্ব গ্রহণ করেন এবং তার অধীনে ১৪টি ম্যাচে নেতৃত্ব দেন। সাউদির অধীনে নিউজিল্যান্ড ৬টি ম্যাচে জয় পেলেও ৬টি ম্যাচে পরাজিত হয়, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়। তবে তার অধীনে শেষ চারটি টেস্টেই নিউজিল্যান্ড হেরেছে।

অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে সাউদি বলেন, “ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য সম্মানের এবং জীবনের বড় প্রাপ্তি ছিল। আমি সবসময় দলের চাহিদাকে অগ্রাধিকার দিয়েছি, এবং আমি মনে করি এই সিদ্ধান্ত দলের জন্যই ভালো হবে। আমার মনে হয়, দলকে আমার সর্বোচ্চটা দেওয়ার উপায় হলো পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়া, নিজের ফর্ম ফিরে পাওয়া, উইকেট নেওয়া এবং দলকে টেস্ট ম্যাচ জিততে সহায়তা করা।”

সম্প্রতি সাউদির ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৮ টেস্টে তিনি মাত্র ১২টি উইকেট নিয়েছেন। এমনকি লংকান সিরিজে সাউদি অধিনায়ক না হলে তিনি একাদশে থাকতে পারতেন কিনা, তা নিয়েও সংশয় ছিল। এখন অধিনায়কত্ব ছাড়ার পর নিউজিল্যান্ডের টেস্ট একাদশে তার জায়গা ধরে রাখাটা চ্যালেঞ্জিং হয়ে উঠবে, কারণ দলে তরুণ পেসারদের উত্থান ঘটছে।

সাউদি দায়িত্ব ছাড়ার পর নিউজিল্যান্ডের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন টম ল্যাথাম। যদিও তার জন্য অধিনায়কত্ব নতুন কিছু নয়, কারণ তিনি আগেও ৯টি টেস্ট, ৪৪টি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  •