বর্তমানে সাদা বলের দুই ফরম্যাটে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভালো করার পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন দেশসেরা এই ফিনিশার ব্যাটার। তবে এর মধ্যেই গুঞ্জন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরে যাবেন রিয়াদ। তবে এই নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
টেস্ট থেকে বিদায় নিলেও সাদা বলের দুই সংস্করণের ক্রিকেটই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফর্ম ও ফিটনেসের কারণে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়লেও নিজেকে বদলে গত ওয়ানডে বিশ্বকাপের আগে দলে ফেরেন রিয়াদ। এরপর থেকেই বাংলাদেশ দলে অপরিহার্য এই ৩৮ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও থাকছেন তিনি।
মাহমুদউল্লাহর টি-টোয়েন্টিতে ফর্মটা দারুণ। সাদা বলের ৫০ ওভারের সংস্করণেও তাকে ছাড়া এই মুহূর্তে দল কল্পনা করা কঠিন। বর্তমান ফর্ম অনুযায়ী, মাহমুদউল্লাহ রিয়াদ চাইলেই ক্যারিয়ার আরও লম্বা করতেই পারেন। তবে সম্প্রতি রিয়াদের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই নাকি টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন তিনি।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে বৈঠকে বসেছিলেন নাজমুল হাসান পাপন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বিকালে পাপন গণমাধ্যমের মুখোমুখি হলে সেখানেই উঠে আসে রিয়াদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গও। তবে বৈঠকে রিয়াদের অবসর নিয়ে কিছুই আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাপন।
উল্লেখ্য, গত বছর ওয়ানডে থেকে বাদ পড়ার পর মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়েই শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেই ভারত বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। সুযোগ পেয়েই ব্যাট হাতে পারফর্ম করে দেখিয়েছেন তিনি।
সব হারানোর বিশ্বকাপে বাংলাদেশের অল্প কিছু প্রাপ্তির একটি ছিল রিয়াদের ব্যাটিং। বিশ্বকাপের সেই ফর্ম টেনে এনেছেন টি-টোয়েন্টিতেও। ব্যাট হাতে ভালো ফর্মে আছেন রিয়াদ। তিন ইনিংস ব্যাট করে দুটিতেই ছিলেন অপরাজিত। ৮৯ রান করেছেন তিনি।
শেষ ম্যাচের দলের ব্যাটিং ব্যর্থতার দিনে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপেও রিয়াদকে নিয়ে বড় স্বপ্ন দেখছে টাইগার টিম ম্যানেজমেন্ট।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান তাসকিন। তার মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে। সেটি কতটা গুরুতর? তার সর্বশেষ খবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, তাসকিনের ফিরতে হয়তো নরমালি দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
পাপন আরও বলেন, যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না দেখতে হবে। দরকার হলে যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলা হবে। যদি দেখা যায় যে আসলেই দেরি হবে, তাহলে অন্য সিদ্ধান্ত নিতে হবে।
তাসকিন শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে থাকছেন কি-না তা আগামীকাল তার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পাপন।