শিরোনাম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও এবারের আসরে জায়গা হয়নি শ্রীলঙ্কার। তাই এই সিরিজটি তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে অস্ট্রেলিয়া এই সিরিজকে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দেখছে। লঙ্কানদের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে পাকিস্তানে উড়াল দেবে তারা।

শ্রীলঙ্কা দলে অধিনায়ক হিসেবে থাকছেন চারিথ আসালাঙ্কা, যিনি মিডল অর্ডারে দলের অন্যতম ভরসা। ওপেনার পাথুম নিসাঙ্কার সাম্প্রতিক ফর্ম কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি করলেও নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিষকা ফার্নান্দো ও কুশল মেন্ডিস ভালো ফর্মে আছেন। চামিন্দু বিক্রমাসিংহেকে এই সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।

বোলিং আক্রমণে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, লাহিরু কুমারা ও দুনিথ ভেল্লালাগের মতো অভিজ্ঞ স্পিনার ও পেসাররা।

প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, আর দ্বিতীয় ম্যাচটি হবে ১৪ ফেব্রুয়ারি।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিষকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ঈশান মালিঙ্গা, মোহাম্মদ শিরাজ, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দুনিথ ভেল্লালাগে।