উয়েফা নেশন্স লিগে স্কটল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছে পর্তুগাল। একাধিক সুযোগ নষ্টের পর বদলি হিসেবে মাঠে নেমে ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আসরে টানা দুই ম্যাচে গোল করে দলকে জয় এনে দিলেন সিআর সেভেন।
ম্যাচের শুরুতে, সপ্তম মিনিটে স্কটিশদের পক্ষে স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে স্কটল্যান্ডের লিডে। বিরতির পর পর্তুগালের অধিনায়ক রোনালদো মাঠে নামেন, যার পরপরই পর্তুগালের আক্রমণে গতি বাড়ে।
ম্যাচের ৫৪তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে পর্তুগাল। লেয়াওয়ের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।
ম্যাচের শেষ মুহূর্তে, ৮৮তম মিনিটে নুনো মেন্ডেসের ক্রস থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন রোনালদো। তার এই গোলের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের ৯০১তম গোল করেন এবং ৪৯টি দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েন। ২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে পর্তুগাল।