উইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ কঠিন ও চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তবে এই চ্যালেঞ্জ গ্রহণ করে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা। অনুশীলনে কোনো ঘাটতি না থাকায় আত্মবিশ্বাসী লিটন দাস।
সম্প্রতি ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিয়ে এবার টি-টোয়েন্টি সিরিজে লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ। সোমবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলে মাঠে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
উইন্ডিজের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স ইতিহাস বেশ হতাশাজনক। এখন পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছে, আর বাকি দুটি পরিত্যক্ত হয়েছে। তবে এবার সেই অতীত ভুলে নতুন গল্প লিখতে চায় টাইগাররা। যদিও পথটি সহজ হবে না বলে স্বীকার করেছেন লিটন।
লিটন দাস বলেন, *”টি-টোয়েন্টি সিরিজগুলো আমাদের জন্য সাধারণত কঠিন হয়। উইন্ডিজরা তাদের কন্ডিশনে খেলবে। তবে আমরা চেষ্টা করব এখান থেকে ভালো কিছু করার। অনুশীলনে কোনো ঘাটতি নেই। স্কোয়াডে থাকা খেলোয়াড়রা সবাই নিয়মিত খেলে আসছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে।”*
সিরিজ শুরুর আগে কৃত্রিম আলোতে টানা দুই সেশন অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেই প্রস্তুতিতে আশাবাদী অধিনায়ক।
চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভেন্যুতে খেলা টাইগাররা তিন ম্যাচের মধ্যে দুটি জয় তুলে নিয়েছিল। তবে এবার উইকেট কিছুটা ভিন্ন হতে পারে বলে মনে করছেন লিটন দাস। তবুও উইকেট সম্পর্কে কিছুটা পূর্বধারণা থাকার কারণে দল ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী।