বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। বেশ কিছুদিন ধরে এই বিষয়ে জল্পনা চলছিল, অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার (১২ মে) বিসিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের নিয়োগের কথা জানানো হয়। চলতি মাসের শেষ দিকে তিনি টাইগারদের সঙ্গে যোগ দেবেন এবং তার মেয়াদ ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে টেইট বলেন, “বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটাই সঠিক সময়। এটি এক নতুন অধ্যায়ের সূচনা। পেস বোলিং বিভাগে যথেষ্ট প্রতিভা আছে, আর আন্তর্জাতিক অঙ্গনে সেই প্রতিভা কাজে লাগিয়ে জয়ের পথে এগিয়ে যেতে হয়। ফিল সিমন্সের মতো অভিজ্ঞ কোচের সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত।”
খেলোয়াড়ি জীবনে টেইট অস্ট্রেলিয়ার হয়ে ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কোচিং ক্যারিয়ারে তিনি পাকিস্তান ও আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে টেইট সফলতা পেয়েছেন। তার অধীনে দলটি লিগ পর্ব শেষ করে দ্বিতীয় স্থানে। তরুণ পেসারদের নিয়ে কাজ করার ক্ষেত্রে তার অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো তরুণরা তার অধীনে দক্ষতা বাড়ানোর সুযোগ পেয়েছেন।