বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। তবে ম্যাচ চলাকালেই অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় তার হার্টে ম্যাসিভ অ্যাটাকের লক্ষণ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকায় স্থানান্তর করা সম্ভব হয়নি।
হাসপাতালে নেওয়ার পর তামিমের এনজিওগ্রাম সম্পন্ন হয়, যেখানে তার হার্টে ১০০ শতাংশ ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিয়ে তার হার্টে রিং পরিয়ে দেন। বিসিবির চিকিৎসক জানিয়েছেন, তামিম শুরুতে বুকে ব্যথা অনুভব করছিলেন, তাই তাকে দ্রুত কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষায় সামান্য জটিলতা দেখা গেলেও বিষয়টি তখনো স্পষ্ট ছিল না। পরে রক্ত পরীক্ষায় সমস্যা ধরা পড়ে, যা বড় ধরনের হার্ট অ্যাটাকের ইঙ্গিত দেয়।
তামিম নিজেই ঢাকায় যেতে চেয়েছিলেন, এমনকি বিকেএসপিতে ফিরতেও চেয়েছিলেন। তবে হাসপাতালে ফেরার পথে তার বুকে ব্যথা তীব্র হয়, ফলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ডিপিএলের ম্যাচের আগেই তামিম কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন। টস জিতে শাইনপুকুরকে ব্যাটিংয়ে পাঠালেও ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। ড্রেসিংরুমে ফিরে শরীরে অস্বস্তির কথা জানান। এক প্রত্যক্ষদর্শী জানান, “টসের পর তিনি বললেন, ‘আমার একটু খারাপ লাগছে।’ এরপর চেয়ারে বসে পড়েন। ফিজিও ডাক্তারকে খবর দিলে তিনি এসে পরীক্ষা করেন। তামিম তখন জানান, ‘আমার চোয়ালে ব্যথা করছে।’ এরপর আর কোনো ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।”