বাংলাদেশের যুব ক্রিকেট দল এশিয়া কাপে তাদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল। গেল সপ্তাহে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা হলো বাংলাদেশের তরুণ টাইগাররা।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে ১৯৯ রানের লক্ষ্যমাত্রা দেয়। জবাবে ভারতীয় যুব দল ১৩৯ রানে অলআউট হলে ৫৯ রানের বিশাল জয় নিয়ে শিরোপা ঘরে তোলে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল যুব এশিয়া কাপ শুরুর আগেই দলের ক্রিকেটারদের সি এ কোম্পানির ব্যাট উপহার দিয়েছিলেন। দুবাইয়ে দলের সবাই সেই ব্যাট সংগ্রহ করেন। এটি নতুন কিছু নয়, গেল বছরও তামিম একইভাবে যুব দলের খেলোয়াড়দের ব্যাট উপহার দিয়েছিলেন।
যুব এশিয়া কাপজয়ী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা এখনো হয়নি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন। তিনি দেশে ফিরলেই পুরস্কারের পরিমাণ জানানো হবে।
গত বছর মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে বাংলাদেশের যুব দল অবিস্মরণীয় জয় এনে দিয়েছিল। এবার সেই সাফল্যের ধারা বজায় রাখল আজিজুল হক তামিমের দল। তবে এবারের অর্জন আরও গর্বের কারণ—ফাইনালে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।