বুকে ব্যথা অনুভব করায় সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তামিম ইকবাল। তিনি আজ ডিপিএলে মোহামেডানের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলেন।
অসুস্থতা দেখা দেওয়ার পর তাকে দ্রুত সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। শুরুতে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়েছিল, এমনকি বিকেএসপির ৩ নম্বর মাঠে হেলিকপ্টারও অবতরণ করানো হয়। তামিম ইকবালের সর্বশেষ অবস্থা জানতে ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ডিপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসের সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
তামিমের আকস্মিক অসুস্থতার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। এদিকে, ঢাকা থেকে হেলিকপ্টারে করে ইতোমধ্যে সাভারে পৌঁছেছেন তার স্ত্রী, ভাই নাফিস ইকবাল ও চাচা আকরাম খান।