নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টেস্ট স্কোয়াড ঘোষণা, উইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ
ওয়ানডে সিরিজের পর এবার টেস্টেও নেতৃত্বে পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার, ১০ নভেম্বর, বিসিবি নিশ্চিত করেছে যে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। শান্তর অধীনে ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে তেমন কোনো চমক নেই।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং হাসান মুরাদ।
টেস্ট সিরিজের জন্য দল বাছাইয়ে বিসিবি যথেষ্ট সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে এবং নেতৃত্বে কোনো পরিবর্তন না করায় টেস্ট দলটি কিছুটা সুষমতার প্রতিফলন।