টিম সাউদির টেস্ট ক্যারিয়ারের শুরু হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়েছিলেন, তবে তার দল হেরে গিয়েছিল। ১৬ বছর পর, নেপিয়ারে সেই ইংল্যান্ডের বিপক্ষেই টিম সাউদি তার ক্যারিয়ারের শেষ টেস্টটি খেললেন হ্যামিল্টনে। তবে শেষটা ছিল হার নয়, বরং রেকর্ড গড়া জয়। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ড নিজেদের সর্বোচ্চ জয় পায়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) হ্যামিল্টনে ইংল্যান্ডকে ৪২৩ রানে পরাজিত করে নিউজিল্যান্ড। এটি তাদের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়। এর আগে ২০১৮ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়েছিল কিউইরা।
এই টেস্টে নিউজিল্যান্ড জিতলেও ইংল্যান্ড সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়।
টিম সাউদি ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসে ২ উইকেট শিকার করেছেন। আগের দিন বেন ডাকেটকে বোল্ড করে প্রথম উইকেট তুলে নিয়েছিলেন সাউদি। আজ তিনি জ্যাকব বেথেলকে আউট করেন, যিনি গ্লেন ফিলিপসের ক্যাচে আউট হন। ১০৭ টেস্টে ২০৩ ইনিংসে ৩৯১ উইকেট নিয়ে সাউদি তার ক্যারিয়ার শেষ করেন। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে শুধু স্যার রিচার্ড হ্যাডলি টেস্টে তার চেয়ে বেশি উইকেট শিকার করেছেন।
অন্যদিকে, ইংল্যান্ড ৬৫৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.২ ওভার ব্যাটিং করে ২৩৪ রান করতে সক্ষম হয়। তবে তাদের জন্য দিনটি সহজ ছিল না। তৃতীয় উইকেটে জো রুট ও বেথেল ১০৪ রানের জুটি গড়েন, তবে রুটের ৫৪ রানের পর ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে পড়ে।
বিশ্বের এক নম্বর ব্যাটার হ্যারি ব্রুক ১ রান করেন, তাকে আউট করেন উইলিয়াম ও’রুর্ক। বেথেল ৭৬ রান করেন, সাউদির শিকারে পরিণত হওয়ার আগে তিনি ১৩ চার ও ১ ছয়ে এই রান করেন।
শেষে গাস অ্যাটকিনসন ৪৩ রান করেন, তবে তার ইনিংসটি কেবল হারের ব্যবধান কমানোর জন্যই ছিল।
মিচেল স্যান্টনার ৮৫ রানে ৪ উইকেট শিকার করেছেন। সাউদির সঙ্গে ২টি উইকেট নিয়েছেন ম্যাট হেনরিও, এবং একটি উইকেট পেয়েছেন উইল ও’রুর্ক।