শিরোনাম

ম্যারাডোনাকে হারানোর ৪ বছর আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ম্যারাডোনাকে হারানোর ৪ বছর আজ

কারও কাছে বিদ্রোহী, কারও কাছে ফুটবলের দেবতা—যাই বলা হোক না কেন, একটি নাম দিয়েই তার পরিচয়, দিয়েগো ম্যারাডোনা। আজ এই ফুটবল কিংবদন্তিকে হারানোর চার বছর পূর্ণ হলো। ২০২০ সালের ২৫ নভেম্বর, মাত্র ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। তার মৃত্যু বিশ্বজুড়ে ভক্তদের কাঁদিয়েছিল, তার শেষযাত্রা ভাসিয়েছিল শোকের স্রোতে।

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের ল্যানুসে জন্ম নেওয়া ম্যারাডোনা ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি মুগ্ধ ছিলেন। তার অসাধারণ প্রতিভা এবং পায়ের জাদুতে তিনি বিশ্ব ফুটবলপ্রেমীদের মন জয় করেন। কেবল খেলার মাঠেই নয়, মানবিক গুণাবলী ও আচরণেও তিনি সকলকে মুগ্ধ করেছিলেন। যদিও বিতর্কও তাকে ঘিরে ছিল।

ম্যারাডোনা ছিলেন তার পরিবারের প্রথম পুত্র সন্তান। তার ছোট দুই ভাই হুগো ও রাউলও পেশাদার ফুটবলার হিসেবে নিজেদের পরিচিতি গড়েছেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি টান ছিল ম্যারাডোনার, যা তাকে পেশাদার ক্যারিয়ারে অসাধারণ উচ্চতায় পৌঁছে দেয়।

মাত্র ১৫ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে তার। পরে তিনি খেলেছেন বোকা জুনিয়র্স, বার্সেলোনা, এবং নাপোলির মতো বিখ্যাত ক্লাবগুলোতে। বিশেষত, নাপোলিকে তিনি একক দক্ষতায় ইতালিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়ে নিয়ে যান।

১৯৮৬ বিশ্বকাপে তার নৈপুণ্যে আর্জেন্টিনা জেতে বিশ্বকাপ। সেই আসরেই ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেছিলেন দুই ঐতিহাসিক গোল—একটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত এবং আরেকটি শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃত। ১৯৯০ বিশ্বকাপে দলকে ফাইনালে তুললেও শিরোপা জিততে পারেননি। একই সময়ে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়।

জাতীয় ও ক্লাব ক্যারিয়ারে ম্যারাডোনা মোট ৩৪৬টি গোল করেছিলেন। ফুটবলার হিসেবে তার জনপ্রিয়তার পাশাপাশি তিনি কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলকে ২০১০ বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন।

ম্যারাডোনার বিদায়ের পর ফুটবল দুনিয়ায় অনেক পরিবর্তন ঘটেছে। আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর পর ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে, এবং মেসি তার ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন। কিন্তু ম্যারাডোনা তার অনন্য কৃতিত্ব এবং ভালোবাসার জন্য এখনও ফুটবল ভক্তদের হৃদয়ে অমর।

ফুটবল মাঠে তার সৃষ্ট ইতিহাস তাকে আজীবন স্মরণীয় করে রাখবে। ম্যারাডোনা হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু ফুটবলের জগতে তিনি রয়ে গেছেন চিরঞ্জীব।

  • usharbani
  • আর্জেন্টিনা
  • ঊষারবাণী
  • ম্যারাডোনা
  •