শিরোনাম

ভিনিসিয়ুসের গোলে হার এড়াল রিয়াল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

রিয়াল মাদ্রিদের ছন্নছাড়া ফিনিশিং, লাস পালমাসের বিপক্ষে ড্রয়ে সন্তুষ্টি

লা লিগার ম্যাচে দুই অর্ধেই আধিপত্য বিস্তার করে খেললেও ফিনিশিংয়ে রিয়াল মাদ্রিদ ছিল ছন্নছাড়া। হঠাৎ সুযোগ পেয়ে লাস পালমাস গোলের দেখা পেলে পিছিয়ে পড়া রিয়াল কোনোমতে ড্র নিয়ে মাঠ ছাড়ে।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) পালমাসের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। স্বাগতিকদের হয়ে গোল করেন আলবের্তো মোলেইরো, আর রিয়ালের হয়ে পেনাল্টি থেকে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই আলবের্তো মোলেইরোর গোলে এগিয়ে যায় লাস পালমাস। সতীর্থের পাস পেয়ে রিয়ালের দুই ডিফেন্ডারকে এড়িয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি।

রিয়ালের আক্রমণ সত্ত্বেও প্রথমার্ধে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। ৩৯তম মিনিটে আন্টোনিও রুডিগারের জোরাল শট দুর্দান্ত সেভ করেন পালমাস গোলকিপার সিলেসেন।

দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে রিয়াল পেনাল্টি পায়। ভিনিসিয়ুস জুনিয়র সফল স্পট-কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। পালমাসের ডিফেন্ডার আলেক্স সুয়ারেসের হাতে বল লাগার কারণে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।

এই ড্রয়ের পর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ বর্তমানে লা লিগার পঞ্চম স্থানে রয়েছে, শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৯ পয়েন্ট। লাস পালমাস ২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে অবস্থান করছে।

  • dailyusharbani
  • usharbani
  • ফুটবল
  • ভিনিসিয়ুস জুনিয়র
  • রিয়াল
  •   local-nogod-300-x-250