গত ২৮ অক্টোবর রদ্রির হাতে ব্যালন ডি’অর পুরস্কার উঠলে অনেকেই চমকে যান। ভিনিসিয়ুস কত কম ব্যবধানে হেরেছেন তা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে ফ্রান্স ফুটবল ২০২৪ ব্যালন ডি’অরের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে, যেখানে দেখা যায় যে, রদ্রির সঙ্গে ভিনিসিয়ুসের ব্যবধান মাত্র ৪১ পয়েন্ট।
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস ১১২৯ পয়েন্ট পেলেও স্পেনের ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি পেয়েছেন ১১৭০ পয়েন্ট। প্যারিসের থিয়েটার দু শাতলেতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ অনুপস্থিত ছিল, কারণ ক্লাবটি আগেই জেনে গিয়েছিল ভিনিসিয়ুস এবার পুরস্কারটি পাচ্ছেন না। যদিও অনেকেই ভিনিসিয়ুসকে ফেভারিট হিসেবে দেখেছিলেন। ভিনিসিয়ুস গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন এবং চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, রদ্রি সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ এবং স্পেনের হয়ে ইউরো শিরোপা জয় করেছেন, যেখানে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ফ্রান্স ফুটবলের প্রিন্ট সংস্করণে প্রকাশিত ভোটের তথ্য অনুযায়ী, ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের মধ্যে ৯৯ জন সাংবাদিক ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকা থেকে শীর্ষ ১০ খেলোয়াড় নির্বাচন করেন। প্রতিটি সাংবাদিকের তালিকার শীর্ষে থাকা খেলোয়াড় পেয়েছেন ১৫ পয়েন্ট এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা খেলোয়াড় যথাক্রমে ১২ ও ১০ পয়েন্ট করে পেয়েছেন। চতুর্থ থেকে দশম স্থানে থাকা খেলোয়াড়েরা যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ এবং ১ পয়েন্ট করে পেয়েছেন।
মোট ১৪৮৫ পয়েন্ট পাওয়া সম্ভব হলেও রদ্রি ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন এবং ভিনিসিয়ুস ৩৫ জনের তালিকায় শীর্ষস্থান পান। তবে কিছু দেশ যেমন বাহরাইন, বলিভিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পানামার সাংবাদিকরা রদ্রিকে শীর্ষ ১০ এ রাখেননি, অন্যদিকে এল সালভাদর, ফিনল্যান্ড ও নামিবিয়ার সাংবাদিকরা ভিনিসিয়ুসকে তালিকা থেকে বাদ দিয়েছেন।
গ্লোবো স্পোর্তে জানায়, ব্রাজিল ও স্পেনের সাংবাদিকদের তালিকায় ভিনিসিয়ুস শীর্ষস্থান পান। অন্যদিকে, আর্জেন্টিনার তালিকায় শীর্ষে ছিলেন ক্রুস, দ্বিতীয় স্থানে রদ্রি এবং তৃতীয় স্থানে ভিনিসিয়ুস।