বাংলাদেশ দীর্ঘদিন ধরে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিলেও এখনো কোনো শিরোপা জিততে পারেনি। অনেকের কাছে আইসিসির আসরে বাংলাদেশের শিরোপা জেতার চিন্তাও দূরুহ মনে হতে পারে। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়ার আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের লক্ষ্য শিরোপা জয়।
সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনালে খেলেছিল, যা এখন পর্যন্ত আইসিসির আসরে টাইগারদের সেরা সাফল্য। তবে এবার শুধু সেমিফাইনালে খেলার লক্ষ্য নয়, বরং শিরোপা জয়ই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন শান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।”
তবে এতে কোনো চাপ অনুভব করছেন না টাইগার অধিনায়ক। তিনি বলেন, “আমার কাছে বাড়তি চাপ বলে কিছু নেই। অংশ নেওয়া প্রতিটি দলই শিরোপা জয়ের যোগ্যতা রাখে। আমরাও সে সামর্থ্য রাখি। সবাই মনেপ্রাণে বিশ্বাস করে যে আমরা চ্যাম্পিয়ন হতে পারি।”
সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে শান্ত আরও বলেন, “আমাদের ভাগ্যে কী আছে, তা একমাত্র আল্লাহ জানেন। তবে আমরা পরিশ্রম করছি, সততার সঙ্গে খেলছি এবং লক্ষ্যে পৌঁছানোর বিশ্বাস নিয়েই এগোচ্ছি।”
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, শক্তিশালী ভারত ও নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের শিরোপা মিশন শুরু হবে।