শিরোনাম

বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশকে পরাজিত করে স্বাগতিকরা। এবার সেই প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে এমন মন্তব্য করেছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।

সেন্ট কিটসে বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৭ উইকেট এবং ৭৯ বল হাতে রেখেই জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ের নায়ক ছিলেন ওপেনার ব্র্যান্ডন কিং, যিনি ৭৬ বল খেলে ৮২ রান করেন, ৮টি চার এবং ৩টি ছক্কা হাঁকিয়ে। এছাড়া, লুইস ৪৯ রান ও কেসি কার্টি ৪৫ রান সংগ্রহ করেন।

এই জয়ের ফলে সিরিজে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের পর, দুই বছর আগের সেই তিক্ত পরাজয়ের প্রতিশোধ নিতে চান তারা।

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, “খুব ভালো লাগছে। পাওয়ার প্লেতে আমি খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, এবং তারা সেটা সফলভাবে অর্জন করেছে। জেইডেন সিলসের ভালো পারফরম্যান্স দেখে আমি খুশি। আমরা সবসময় নিজেদের খেলা বিশ্লেষণ করি এবং বোলারদের যেভাবে প্রতিক্রিয়া দেখেছে, সেটাও দারুণ ছিল। তবে, এখনও উন্নতির সুযোগ রয়েছে। আমরা সিরিজে জয়ী হতে চাচ্ছি এবং আশা করছি ৩-০ করে সিরিজ শেষ করতে পারব।”

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিরিজের শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। এরপর তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

  • usharbani
  • ঊষারবাণী
  • ওয়েস্ট ইন্ডিজ
  • বাংলাদেশ
  •