শিরোনাম

সাকিবের অবসরের সিদ্ধান্তে যা বললেন ফাহিম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সাকিব আল হাসান সম্প্রতি ব্যাট হাতে ভালো ফর্মে নেই। সাদা বলের ক্রিকেটে যেমন রান আসছে না, তেমনি লাল বলের ক্রিকেটেও তার ব্যাট কথা বলছে না। বল হাতেও তার ধার আগের মতো নেই। বয়স, ফিটনেস ও ফর্মের মন্দা মিলিয়ে সাকিবের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্বের সূচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে গতকাল এক সংবাদ সম্মেলনে সাকিব জানান, “আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলেছি।”

এছাড়া টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সাকিব। দেশের মাটিতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজকেই নিজের বিদায়ের মঞ্চ হিসেবে ভাবছেন সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত আমি তো এভেলেবল। দেশের পরিস্থিতি সবকিছু আমার হাতে নেই। বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে, তাদের জানানো হয়েছে আমার পরিকল্পনা। এই সিরিজ এবং হোম সিরিজই আমার শেষ হতে পারে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে।”

সাকিবের অবসর প্রসঙ্গে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, “বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি। হয়তো সবাই প্রকাশ্যে স্বীকার করে না, তবে তার প্রভাব সবার মনে থাকবে। ঘরের মাঠে শেষ টেস্ট খেলে সবাইকে ভালোবাসার মধ্য দিয়ে বিদায় নিলে ভালো হতো।”

এছাড়া ফাহিমের মতে, সাকিব এখনও খেলা চালিয়ে যাওয়ার মতো ফর্মে আছেন। তিনি বলেন, “সাম্প্রতিক টেস্টে তার ব্যাটিং দেখেছি, এমন গুছানো ব্যাটিং আগে দেখিনি। ভবিষ্যতে হয়তো তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে এবং সেখানে ভালো পারফর্ম করতে পারে।”

  • usharbani
  • ঊষারবাণী
  •