শিরোনাম

ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করে চমক দেখিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। তবে টি-টোয়েন্টি সিরিজে ভিন্ন চিত্র দেখা গেছে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে আইরিশ মেয়েরা। তৃতীয় ম্যাচেও ৪ উইকেটের জয় নিয়ে সিরিজে দারুণভাবে প্রতিশোধ নেয় তারা।

সোমবার (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। শুরুটা ভালো করেছিল টাইগ্রেসরা। ওপেনার সোবহানা মোস্তারির ৪৫ এবং শারমিন আখতারের ৩৪ রানের ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে, আয়ারল্যান্ড ১ বল বাকি রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয়।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশ দলের শুরুটাও ছিল দারুণ। এমি হান্টার এবং গ্যাবি লুইসের ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। তবে জান্নাতুল ফেরদৌসের বলে ২৪ বলে ২৮ রান করে আউট হন হান্টার। এরপর লুইসও বেশিদূর এগোতে পারেননি, ২৪ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন।

৭০ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আয়ারল্যান্ড। তবে লরা ডেলানি এক প্রান্ত ধরে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রেবেকা স্টোকেল তার সঙ্গে জুটি গড়লেও ১৯ রান করে নাহিদার বলে আউট হন। শেষ দিকে ডেলানির ৩১ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসেই জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে রাবেয়া খান দুটি এবং জান্নাতুল ও নাহিদা একটি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশ ইনিংসের শুরুটা ছিল আশাব্যঞ্জক। প্রথম চার ওভারেই ৩৩ রান তুলে ফেলেন সোবহানা এবং মুরশিদা। তবে ১২ বলে ১২ রান করে মুরশিদা আউট হলে প্রথম ধাক্কা খায় দল। সোবহানা ও শারমিনের ৫৮ বলে ৭১ রানের জুটি বাংলাদেশের বড় স্কোরের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু শারমিনের ৩৪ এবং সোবহানার ৪৫ রানের বিদায়ের পর আর কোনো জুটি গড়তে পারেনি দল।

শেষ দিকে মাত্র ২৮ বলে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ মাত্র ১৬ রান যোগ করে। প্রেন্ডারগাস্ট ২২ রানে ৪ উইকেট নিয়ে আইরিশ দলের সেরা বোলার ছিলেন। ম্যাগুয়ের তুলে নেন দুটি উইকেট।

এই সিরিজে টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স আশানুরূপ না হলেও ওয়ানডে সিরিজের দারুণ জয় ছিল দলটির জন্য বড় প্রাপ্তি।