বছরের শেষ ফিফা উইন্ডোতে দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। গতকাল ১ নভেম্বর কোচ দরিভাল এই ম্যাচগুলোর জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। দলে জায়গা হয়নি উদীয়মান তারকা স্ট্রাইকার এনদ্রিকের। চোট থেকে ফিরলেও এই বছর ব্রাজিলের হয়ে আর খেলবেন না নেইমার জুনিয়র, এটি আগেই নিশ্চিত ছিল। তাই নেইমারের অনুপস্থিতিও এবার স্বাভাবিক।
নেইমারের অনুপস্থিতি প্রসঙ্গে কোচ দরিভাল জানান, “নেইমারের শারীরিক অবস্থা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দুই মাসে কয়েকবার তার সঙ্গে কথা হয়েছে। সে সেরে উঠেছে কিন্তু এখনও খুব কম সময়ই মাঠে থাকতে পেরেছে। তাকে দলে ফেরানোর জন্য আমরা প্রস্তুত থাকব। তবে মাঠে বেশি সময় না পাওয়ায় তাকে এই মুহূর্তে রাখছি না।”
ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে খেলবে। দলে ডাক পাওয়া খেলোয়াড়রা ১১ নভেম্বর থেকে বেলেমে অনুশীলন শুরু করবে।
ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েভেরটন
রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো
মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা
আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া